তৃণমূল থেকে উঠে আসা জনগণের সেবক ও নেতা, তিনবারের সফল এমপি সাধারণ জনগণের আস্তা ভজন,নওগাঁ ৪৬/১ আসনের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ সালেক চৌধুরী বলেন, আমি তৃণমূল থেকে ওঠা জনগণের সেবা করে এ যাবৎ আসতেছি। দীর্ঘ ১৭ বছর পর আজকেই বর্ধিত সবাই আমার মত মানুষ এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি।
এবং আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে জাতীয় একাদশের মনোনয়ন প্রাপ্ত করেছিলেন, বেগম খালেদা জিয়া ম্যাডাম।
আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে তুলা দলকে সমর্থন করে তিন তিনবারের সফল এমপি হিসেবে জনগণের সেবা করেছি,
আজকে বর্ধিত সবার অনুষ্ঠান করার জন্য, সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় বিএনপি মির্জা ফখরুল সাহেব,ও সকল সহপাঠী সহ-রাষ্ট্র নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং সেই সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের কামনা করছি, তার সাথে তিনবারের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার দীর্ঘআয়ু কামনা করছি।