আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে ভারি তুষারপাতে সৃষ্ট ভূমিধসে ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র এ খবর দিয়েছেন। খবর এনডিটিভির দেশের বিভিন্ন এলাকায় ভারি তুষারপাতের পর সোমবার এ তুষারধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কর্মকর্তা জামিউল্লাহ হাশিমি। তিনি বলেন, এখনো তুষারপাত অব্যাহত। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
জামিউল্লাহ হাশিমি আরও বলেন, রোববার রাতভর নুরিস্তানের তাতিন উপত্যকার নাক্রে গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে তুষারধস। এতে প্রায় ২০টি বাড়ি ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নুরিস্তান প্রদেশের প্রধান গণপূর্ত কর্মকর্তা মৌলভি মোহাম্মদ নবী আদেল বলেন, মেঘ ও বৃষ্টির কারণে উদ্ধারকারী হেলিকপ্টার নুরিস্তানে অবতরণ করতে পারছে না। তুষারপাতে প্রদেশটির প্রধান সড়কগুলোর একটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। এতে কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান।
পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের বেশিরভাগই পাহাড়ি বন। হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তের কাছে অবস্থিত এই প্রদেশ।
এ বছর আফগানিস্তানের বেশিরভাগ অংশেই তুষারের আগমন দেরিতে হয়েছে। এসব এলাকায় সাধারণত বছরের এ রকম সময়ে তীব্র ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে।
কৃষির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল আফগানিস্তানে এ বছর বৃষ্টি হয়েছে অনেক কম। এতে দেরিতে শস্য রোপণে বাধ্য হন কৃষকেরা।
কয়েক দশকের যুদ্ধে বিপর্যস্ত এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ আফগানিস্তান। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশ।