নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারি রোকনুজ্জামানের ঘরে যেন আলাদিনের চেরাগ। বলার সাথে সাথে টাকা আর সম্পদ জুড়ে দিচ্ছে। এভাবে করে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর শত কোটির সম্পদ গড়ে তোলেছেন। পাসপোর্ট অফিসে চাকুরী যেন যেন রোকনের আলাদিনের চেরাগ।
জানা গেছে, ঢাকার বাসাবোতে ১৯ মায়াকাননে ভারটেক্স শখের মহল বাড়িতে ৫ম তলায় রয়েছে দেড় কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। বনশ্রীতে রয়েছে ৬তলা বিশিষ্ট একটি বাড়ি। রয়েছে ৩৭ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার। যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ১৬-৮১৩১।
গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় রয়েছে ১০০ বিঘার উপর জমি। এছাড়াও রোকনুজ্জামানের নিজ, স্ত্রী ও সন্তানের নামে বেনামে সম্পদ। এমন আলাদিনের চেরাগের গল্পের মত বদলে গেছে রোকনের জীবন হাল।