শিরোনাম
আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খান তিস্তা টোল প্লাজায় আটক: একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে সদরপুরে ফুটপাত দখল করে ব্যবসা, ৪ জনকে জরিমানা অবশেষে জামিন পেলেন কোটালীপাড়ার দিনমজুর জামাল মিয়া কুষ্টিয়া পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নির্বাচনে শামীম শিবলী সাধারণ সম্পাদক নির্বাচিত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) উদ্যোগে নদী ভাঙন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ভাঙ্গায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ রূপগঞ্জে পদত্যাগ করা শিক্ষককে অর্থের বিনিময়ে ফেরাতে বিক্ষোভ লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্বাচলের লেকপাড়ে খন্ডিত লা/শ উ/দ্ধার বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ বসাকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ ও পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন কুষ্টিয়া র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ঝিনাইদহের ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার আসামি গ্রেফতার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা : দিপু ভইয়া নসিমনের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র নিহত,আহত ১ কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া যৌথ বাহিনীর অভিযানে বাক প্রতিবন্ধী অপহরণ মা/মলার প্রধান আসামি  গ্রে/ফতার ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ৩০ লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিকের মৃত‍্যু
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী রোকনুজ্জামানের ঘরে যেন আলাদিনের চেরাগ। বলার সাথে সাথে টাকা আর সম্পদ জুড়ে দিচ্ছে। গল্পের মত এমন করেই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর শত কোটির সম্পদ গড়ে তোলেছেন। পাসপোর্ট অফিসে চাকুরী যেন যেন রোকনের আলাদিনের চেরাগ।

জানা গেছে, ঢাকার বাসাবোতে ১৯ মায়াকাননে ভারটেক্স শখের মহল বাড়িতে ৫ম তলায় রয়েছে দেড় কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। বনশ্রীতে রয়েছে ৬তলা বিশিষ্ট একটি বাড়ি। রয়েছে ৩৭ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার। যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ১৬-৮১৩১।

গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় রয়েছে ১০০ বিঘার উপর জমি। এছাড়াও রোকনুজ্জামানের নিজ, স্ত্রী ও সন্তানের নামে বেনামে সম্পদ। এমন আলাদিনের চেরাগের গল্পের মত বদলে গেছে রোকনের জীবন হাল।কোটিপতি বনে যাওয়া রোকনুজ্জামান পাসপোর্ট অফিসে সরকারি চাকুরীতে প্রবেশ করার পর থেকে শুরু সম্পদ বানানোর নেশা।

প্রতিদিন ৫০০-৬০০ আবেদন জমা পড়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আর ওইসব আবেদন গ্রহণ করে স্বাক্ষর করে দেন পরে তা বায়োমেট্রিকের জন্য পাঠানো হয়। আর প্রতিটি আবেদন থেকে পাসপোর্ট অফিস পায় ১২শ’ টাকা।

গোপন সূত্রে জানা গেছে, প্রতিটি আবেদন দালালদের নামে ইমেইল আইডি থাকে। নিদিষ্ট কোন দালালের ইমেইল না থাকলে তা ছলছাতুরি করে ফেরত দিয়ে দেন। এই আবেদন পুনরায় দালালের মাধ্যমে আসলে তা গ্রহণ করা হয়। এভাবেই প্রতিনিয়ত চলছে পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য।

পাসপোর্ট করতে আসা একাধিক লোক জানান, ৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে হয় ৬-৭ হাজার টাকায়। আর ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে হয় ৯-১০ হাজার টাকায়। কিন্তু দালালের মাধ্যমে না আসলে আবেদন গ্রহণ করেন না। ফলে বাধ্য হয়ে দালালদের মাধ্যমেই আবেদন করতে হয়। অফিস চলাকালীন পাসপোর্ট অফিসের ভিতরে বাইরে কমপক্ষে ২০-৩০ জন দালালের আনাগোনা করতে দেখা যায়।

নারায়ণগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে প্রায় রোহিঙ্গা পাসপোর্ট করার গোপন তথ্য পাওয়া যায়। গত ১৪ জুলাই রবিবার একটি রোহিঙ্গা মেয়ে রাবেয়া বসরি নামে পাসপোর্ট করতে আসলে তার ভুয়া এনআইডি কার্ড হওয়ায় ধরা খেয়ে যায়। কিন্তু পাসপোর্টের অফিসের কর্মকর্তারা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে অথবা পুলিশে না দিয়ে ছেড়ে দেয়। পরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে। দিনব্যাপী ব্যাপক তোলপাড় হয়েছে। এক পর্যায়ে চিহ্নিত হয় যে দালালের মাধ্যমে পাসপোর্ট আবেদন করে তার নাম। অবশেষে রোহিঙ্গা মেয়েটিকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় রাফী, নয়ন, ইমরান, ইব্রাহিম, বরকত সহ বেশ কয়েকজনের একটি দালাল চক্র বিভিন্ন জেলার ঠিকানা দিয়ে ভুয়া এনআইডি কার্ড বানিয়ে রোহিঙ্গা পাসপোর্ট করে দেয়। আর এসব দুর্নীতির মূল হোতা উপসহকারী পরিচালক রোকনুজ্জামান। এই রোকনুজ্জামান ৩-৪ লাখ টাকা কন্টাক্ট করে রোহিঙ্গাদের এনে পাসপোর্ট করে দেন। এমনি করে শত কোটি টাকার সম্পদ গড়েছেন।

এ ব্যাপারে কথা বলতে চাইলে সাংবাদিকের সঙ্গে কথা বলে রাজি হননি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপসহকারী রোকনুজ্জামান।


এই বিভাগের আরও খবর