শিরোনাম
আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খান তিস্তা টোল প্লাজায় আটক: একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে সদরপুরে ফুটপাত দখল করে ব্যবসা, ৪ জনকে জরিমানা অবশেষে জামিন পেলেন কোটালীপাড়ার দিনমজুর জামাল মিয়া কুষ্টিয়া পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নির্বাচনে শামীম শিবলী সাধারণ সম্পাদক নির্বাচিত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) উদ্যোগে নদী ভাঙন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ভাঙ্গায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ রূপগঞ্জে পদত্যাগ করা শিক্ষককে অর্থের বিনিময়ে ফেরাতে বিক্ষোভ লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত পূর্বাচলের লেকপাড়ে খন্ডিত লা/শ উ/দ্ধার বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ বসাকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ ও পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন কুষ্টিয়া র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ঝিনাইদহের ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার আসামি গ্রেফতার রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা : দিপু ভইয়া নসিমনের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র নিহত,আহত ১ কোটালীপাড়ায় ৩ পাখি শিকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া যৌথ বাহিনীর অভিযানে বাক প্রতিবন্ধী অপহরণ মা/মলার প্রধান আসামি  গ্রে/ফতার ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ৩০ লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিকের মৃত‍্যু
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদো যখন ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান, তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। সেই সময় ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তরুণ রোনালদোর পিঠে চাপিয়ে দিয়েছিলেন ক্লাবটির সবচেয়ে ‘ভারি’ ৭ নম্বর জার্সিটি, যেটি তাঁর আগে পরেছিলেন জর্জ বেস্ট-এরিক ক্যান্টোনার মতো ক্লাব কিংবদন্তিরা।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান রোনালদো। এর আগে ইউনাইটেডে যে ৬ বছর কাটিয়েছেন, তার মধ্যে ৭ নম্বর জার্সিটাকে যেন আরও আইকনিক বানিয়ে ফেলেছেন। রিয়ালেও তিনি এই জার্সিটাই পরেছেন এবং পরে ইতালির জুভেন্টাস আর সৌদি আরবের আল নাসরেও তা–ই। ৭ নম্বর জার্সিটা যেন নিজের নামের সমার্থক বানিয়ে ফেলেছেন রোনালদো। তাঁর অনেক পরিচয়ের একটি হয়ে ওঠে ‘সিআর সেভেন’।

রিয়ালে এমবাপ্পে কত নম্বর জার্সি পাবেন—এটা নিয়ে আলোচনা করতে গিয়ে রোনালদোকে টেনে আনা কেন? কারণ, এমবাপ্পেও যে ৭ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে থাকা একজন। ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে যে ৭ নম্বর জার্সিটা গায়ে তুলেছেন, এখন পর্যন্ত এটাই পরছেন।

কিন্তু রিয়ালে এই জার্সিটা এমবাপ্পে পাবেন কি না নিশ্চিত নয়। সেখানে ৭ নম্বর জার্সিটি পরছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সিটার মান ভালোভাবেই রেখেছে চলেছেন রিয়ালের অন্যতম সেরা তারকা।

তাহলে রিয়ালে ২৫ বছর বয়সী এমবাপ্পে কত নম্বর জার্সি পরবেন? স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি। তার আগে রিয়ালের ১০ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন ক্রোয়াট তারকা লুকা মদরিচ।

৭ নম্বর জার্সি না পাওয়া নিয়ে এমবাপ্পের অবশ্য কোনো অভিযোগ থাকার কথা নয়। জিদানের এই উত্তরসূরি যে ফ্রান্স দলে ১০ নম্বর জার্সিটাই পরেন।


এই বিভাগের আরও খবর