বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে শুরু হলো বছরব্যাপী উদ্যাপন কর্মসূচি। বাঙালি সংস্কৃতির প্রচার-প্রসার ও বিশ্বময় সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কর্মসূচির।
প্রথমে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। তিনি বলেন, সংস্কৃতিমান না হলে অসাম্প্রদায়িক হওয়া যায় না, যাঁরা নিয়মিত সংস্কৃতির চর্চা করেন, অনুশীলনের মধ্যে থাকেন, তাঁরা অন্য সবার থেকে চিন্তা চেতনায় এগিয়ে থাকেন।