অল্প সময়ের মধ্যে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে পারছেন অনায়াসেই মেট্রোরেলের মাধ্যমে । তাই যাত্রীদের কাছে এই গণপরিবহনের চাহিদা অনেক। মেট্রোরেলে ভ্রমনের সময় অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়। যেমন ভিডিও করা যাবে না, কোনো খাবার নেয়া যাবে না। সর্বদা সতর্ক থাকতে হবে।
কিন্তু সম্প্রতি ভারতের মেট্রোরেল শিরোনামে উঠে আসছে অন্য কারণে। ভাইরাল হয়েছে এক তরুণীর নাচের ভিডিও।
এতে মেট্রোর ভেতরেই এক যুবতীকে অশ্লীল নাচ করতে দেখা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি মেট্রো ট্রেনের ভেতরে এক যুবতীর নাচের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সেসব ভিডিও ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিওগুলোতে ওই যুবতীকে অন্য যাত্রীদের সামনে বেলি ডান্স-সহ অশ্লীল নৃত্য করতে দেখা যাচ্ছে।
দিল্লি মেট্রো অবশ্য এখনও এই ঘটনায় কোনও মন্তব্য করেনি।