দুই ইসরায়েলিকে নিয়ে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। ফ্লাইটটি দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার (১১ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দুই ইসরায়েলির নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকার কথা জানিয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার রাতে শ্রীলঙ্কাগামী একটি ফ্লাইট পাকিস্তানে জরুরি অবতরণ করলে কয়েক ঘণ্টা শঙ্কিত ছিলেন দুই ইসরায়েলি নাগরিক। এদিন বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট এই সিদ্ধান্ত নেন।