মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জনকে আটক করেছে দেশটির মালয়েশিয়ার পার্লিস ইমিগ্রেশন বিভাগ।
শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে পার্লিসের পাদাং বেসারের নিকটবর্তী বুকিত চাবাংয়ে একটি স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পার্লিস ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন তালিব এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পার্লিস ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার
ভোরের দিকে অভিযান চালিয়ে প্রথমে ১০১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৯ জনের কাছে দেশটিতে বৈধ কাগজপত্র না থাকা
এবং অতিরিক্ত অবস্থানের দায়ে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে ৪৪ বাংলাদেশি পুরুষ ,এবং একজন নারী , বাংলাদেশি ছাড়াও ৩ জন ইন্দোনেশীয় পুরুষ, একজন ভারতীয় পুরুষ রয়েছে। যাদের সবার বয়স ১৯ থেকে ৫৪ বছর।
নিজস্ব প্রতিবেদক 
























