শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

খোকসায় ঝুঁকি ও আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

এন এইস সোহান কুষ্টিয়া :
আপলোড সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

কুষ্টিয়ার খোকসায় ১৮ নং মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ উপড়ে টিন সেডের উপর পড়ে থাকায় ঝুঁকি ও আতঙ্কে চলছে পাঠদান কার্যক্রম। ফলে ওই বিদ্যালয়ের ক্ষুদে ও কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে বেশ ঝুঁকিতে।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সম্প্রতি রিমেল ঝড়ে বিশাল একটি মেহগনি গাছ উপড়ে বিদ্যালয়ের পুরাতন টিন সেড ঘরের উপর পরে রয়েছে। বিদ্যালয়ে রয়েছে প্রায় দুইশত শিক্ষার্থী। শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে যাবার একমাত্র রাস্তা টিন সেড ঘরের বারান্দা। বারান্দার উপর দিয়ে গাছটি পরার কারণে শিক্ষার্থীদের গাছের নিচ দিয়ে চলাফেরা করতে হচ্ছে। গাছটি উপড়ে পরে থাকার কারণে ঝুঁকিপূর্ণ গাছটি শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ হিসেবে রয়েছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছি। তবে গাছের কারণে শিক্ষার্থীদের নিয়ে চরম আতংকে আছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হুসাইন মোহাম্মদ বেলাল জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত বিষয়টি অবগত হয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির মিটিং মারফত রেজুলেশন করে গাছটি কাটার অনুমতি প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর