ফেলে আসা বছরে ‘ও প্রিয়তমা’ গান গেয়ে রাজকীয় ফেরা হয়েছে ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা বালামের। এ বছর ‘রাজকুমার’ গেয়ে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে। তার আগে কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন একসময়ের আলোচিত এই গায়ক। হঠাৎ হঠাৎ একটি–দুটি গান প্রকাশ করলেও হিট–সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। ভক্তদের মনও যেন বিষণ্ন ছিল।
২০২৩ সালে ভক্তদের বিষণ্ন মনে আকাশে ঝলমলে রোদ হয়ে এলেন বালাম। পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন তিনি। নবজন্ম হয় বালামের। কারও মতে, বিরতির পর এ যেন দুর্দান্ত প্রত্যাবর্তন। শিল্পী নিজেও মনে করেন, এর চেয়ে আর অসাধারণভাবে ফিরে আসা যায় না।