বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় ধর্ষক রেফাউলকে বাকেরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বরিশাল র্যাব—৮, সদর কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ মে) রাত ৬টায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বরিশাল কোতয়ালী থানার চাঞ্চল্যকর প্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলার একমাত্র আসামী রেফাউল ইসলাম। উল্লেখ্য, গত ১২ মে সকালে ভিকটিমের মা বরিশাল কোতয়ালী মডেল থানার আমির কুটির এলাকায় টিনসেড ঘরে ভাড়া বাসায় প্রতিবন্ধী ভিকটিম সম্পা আক্তারকে রেখে কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায়। এসময় বাসায় প্রতিবন্ধী ভিকটিম একা অবস্থান করার সুযোগে গ্রেফাতারকৃত আসামী রেফাউল ইসলাম বাসায় প্রবেশ করে প্রতিবন্ধীকে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের মা দুপুরে কাজ শেষে বাসায় ফিরে এসে আসামীকে ঘরের ভিতর দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে আসামী দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তখন ভিকটিম তার মায়ে কাছে ধর্ষণের বিষয়টি জানায়। উল্লিখিত ঘটনায়, ভিকটিমের মা মরিয়ম বেগম (৪২) বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন—২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং—৪০ তারিখ ১২ মে ২০২৪ ইং।
এমতাবস্থায়, র্যাব-৮, সদর কোম্পানী ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামীর পরিচয় নিশ্চিত হয়ে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে গ্রেফতারকৃত আসামীকে বরিশাল কোতায়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।