মুন্সীগঞ্জের সিরাজদিখানে টিয়া পাখি প্রতীকের প্রার্থী মোঃ আরাফাত শেখ রাসেলর ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নে ইছাপুরা বাজারে এ নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। তিনি ইছাপুরা চৌরাস্তা এবং বাজারে কামারপট্টি, ফলপট্টি, স্বর্ণ পট্টি, মাছ বাজার, কাঁচাবাজারে বিভিন্ন স্থানে ভোট পত্যাশায় লিফলেট বিতরণ করেন।
এ সময় মোঃ মোকসেদ আলম মৃধা, মোঃ আমির হোসেন মোঃ মনির হোসেন মধু মোঃ মিরাজ মাহমুদ টুটুল মোঃ মাসুম আহমেদ লিখন মোঃ মিরাজ আহমেদ মিঠু মোঃ ওয়াসিল মোঃ আমিন, মোঃ মুন্না, মোঃ রাব্বি মোঃ জামিল আলরাজি,
মোঃ নয়ন মোল্লা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রার্থী তার বক্তব্যে বলেন সিরাজদিখান উপজেলাকে স্মার্ট, মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত,গড়ার লক্ষ্যে আপনারা সবাই টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।