ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) এই দুই উপজেলাতে হয় ভোটগ্রহণ।
নির্বাচনে হরিণাকুন্ডু উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম টিপু ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৭২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুর রহমান ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন খাতুন বিজয়ী হয়েছেন।
অন্যদিকে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা (মন্নু) ৭৩ হাজার ৬৭৩ ভেটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম হোসেন পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি বিজয়ী হয়েছেন।
ঝিনাইদহ জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, হরিণাকুন্ডু উপজেলায় ৫১ শতাংশ ও শৈলকুপা উপজেলায় ৪৮ শতাশং ভোট পড়েছে।