ভারতে গিয়ে ‘নিখোঁজ’ ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনারের খোঁজে ইন্ডিয়ান পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
এমপি আনারের খোঁজ পাচ্ছেন না স্বজনরা, এ বিষয়ে তারা ডিবি পুলিশের সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন হারুন অর রশীদ। ফাইল ছবি
এমপি আনারের খোঁজ পাচ্ছেন না স্বজনরা, এ বিষয়ে তারা ডিবি পুলিশের সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন হারুন অর রশীদ।
রোববার (১৯ মে) এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয়ে গিয়ে বাবার খোঁজ পেতে সহায়তা চান। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি কর্মকর্তা হারুন।
তিনি বলেন, ‘১৬ তারিখ ভোরে এমপি আনারের নম্বর থেকে ২ জনকে ফোন দেয়া হয় তার এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তার অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ঠ সহায়তা করছে।’
বর্তমানে আনোয়ারুল আজিম আনারের নম্বরটি কখনও খোলা, কখনও বন্ধ পাওয়া যাচ্ছে। কেউ তার মোবাইল দিয়ে এসব করছে কি না বা প্রতারকের পাল্লায় পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ ডিবি কর্মকর্তা।
এদিকে এমপি আনারের মেয়ে ডরিন সাংবাদিকদের বলেন, ‘দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে।’
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।