আগামী ২৯ মে আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় ব্যপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সিরাজদিখান বাজারসহ সন্তোষপাড়া গ্রাম ও এর আশপাশের বিভিন্ন স্থানে ব্যপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় মঈনুল হাসান নাহিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোট প্রত্যাশা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাইদসহ রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।