সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুর থেকে জীবনদাস নামে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জীবনদাস শাহজাদপুর শহরে বাগদীপাড়া এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে। স্থানীয়রা জানান, পুকুরে গোসল করার সময় পায়ের সাথে তার শরীরের স্পর্শ হয়। পরে সবাই মিলে লাশটি তুলে শাহজাদপুর পৌরশহরের নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন দাসের ভাই জানান, আমার দাদা শারীরিক ভাবে অসুস্থ ছিলেন যার কারণে পুকুরে গোসল করার কোন এক সময় পুকুরের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে শাহাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাইরুল বাশার) বলেন পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে তবে সঠিক কারন যানা যায়নি লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।