মাদারীপুর থেকে বরিশালে আসা একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার বিকেলে ঢাকা- বরিশাল মহাসড়কের কাশীপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা বিয়ের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, বরিশাল থেকে মাদারীপুর যাওয়ার সময় কাশিপুর চৌমাথা একটি মসজিদের সামনে গাড়ি থামায়। পিছন থেকে হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত সবাই গাড়ি থেকে নেমে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গাড়ি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।