তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এতে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক (কাপ পিরিচ), আব্দুল্লাহ আল জাদীদ ইরান (দোয়াত কলম), অ্যাডভোকেট শমরেশ নাথ (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মামুন হোসেন (বৈদ্যুতিক বাল্ব),উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ মনির হোসেন মিলন (গ্যাস সিলিন্ডার), এএসএম শাহাদত হোসেন (উড়োজাহাজ),বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম শিকদার (টিউবয়েল), উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন (মাইক), জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া (চশমা), উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল (পালকি), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী (তালা), মো. রাসেল মুন্সী (বই), মো. আরাফাত শেখ রাসেল (টিয়া পাখি)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আখি শাাহিন (হাঁস), আয়শা আক্তার (সেলাই মেশিন), অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন (ফুটবল), লুৎফুন নাহার খুকুমনি (বৈদ্যুতিক পাখা) ও ফারহানা আক্তার লিজা (কলস) প্রতীক পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন বলেন, আগামী ২৯ মে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫
জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবং শ্রীনগর উপজেলায় মশিউর রহমান মামুন (কাপ পিরিজ), এম মাহাতাবুর রহমান কিসমত (দোয়াত কলম) ওয়াহিদুল রহমান জিঠু (আনারস) পথিক পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।