নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে আর্থিক উন্নয়নের জন্য কুষ্টিয়ার কুমারখালীর বাঁধ বাজারে – নির্মিত মহিলা মার্কেটগুলো এখন পুরুষদের দখলে। শুরু থেকেই নিয়মনীতি উপেক্ষা করে দোকান বরাদ্দ দেয়ায় এবং এলজিইডি বিভাগের তদারকি না থাকায় মার্কেটের ১০ টি দোকানের ৮টি বেদখল হয়ে গেছে। অভিজ্ঞরা মনে করছেন এ কারণে ভেস্তে গেছে সরকারের মূল উদ্দেশ্য।
কুমারখালি চাপড়া ইউনিয়নের বাঁধ বাজারে ১০ কক্ষের মহিলা মার্কেট নির্মাণ করা হয়। ১৯৯৮ সাল থেকে ২০০২ অর্থবছর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মার্কেটটি নির্মাণ করে। ২০০৩ সালের মাঝামাঝি সময় মার্কেটগুলো চালু করা হয়।
দোকান বরাদ্ধের নীতিমালানুযায়ী, বাজারে দোকান রয়েছে কিন্তু মানসম্মত নয়, নিজেই দোকান চালান এমন মহিলা, মহিলা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য, মহিলা নিজের বাড়িতে দোকান করেন, উৎপাদনশীল ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা, পরিবার প্রধান মহিলা যিনি ব্যবসা করতে আগ্রহী, অর্থনৈতিকভাবে অসুবিধাগ্রস্ত, মহিলাদের মধ্যে দোকান বরাদ্দ দেয়ার কথা রয়েছে।
নীতিমালায় আরো রয়েছে, প্রতিটি দোকানঘর বরাদ্দপ্রাপ্ত মহিলা ছাড়া কোন পুরুষ পরিচালনা করতে পারবে না।
কুমারখালি উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিবেন।