সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশী বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন তারা। এসময় ঈদগাহ মাঠে এক নজর হেলিকপ্টার ও বিদেশী বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।
হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল ইসলাম বিদেশী বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তবে ইন্দোনেশিয়ার নারী জানুর বিস্তারিত তথ্য দিতে রাজী হয়নি তাঁর বর রেজাউল ইসলাম।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ভালবেসে পরস্পর বিয়ে করেন। ইন্দোনেশিয়ান ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন।বাংলাদেশী সংস্কৃতি মেনে আগামী রোববার রেজাউল -জানুর বিয়ে হবার কথা রয়েছে।
রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে
তিনি বলেন, আগামীকাল আমার ভাতিজা রেজাউলের সাথে ইন্দোনেশিয়ান জানু নামের ওই তরুণীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে।
প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি এজন্য ভালো লাগছে।