সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত্রী ০৪.০০ ঘটিকায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময়, উত্তরবঙ্গ হতে আসা একটি বাস তল্লাশি করে ০৫ জন যাত্রীবেশী।
জিনের বাদশা প্রতারক হাটিকুমরুল গোলচত্ত্বরে দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সে সময় আভিযানিক দল তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশী করে ০৬ টি সোনালী রংয়ের মুর্তি ও বিভিন্ন ধরনের আর্যুবেদীক ঔষধ উদ্ধার করে।
শনিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সালঙ্গা থানায় প্রেস বিফিং করে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন।