সম্প্রতি সুন্দরবনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় প্রায় ৮ একর বনভূমি জুড়ে আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৫ একর বনভূমি।
যৌগিক বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং বনজ সম্পদের ব্যাপক ক্ষতি বিবেচনায় গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু এতে আদৌ কোনো ফল পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে ব্যপক সংশয়। তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করলেও প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়া হয় না বলে অভিযোগ রয়েছে। গত ২২ বছরে সংরক্ষিত এই ম্যানগ্রোভ বনে ৩২ বার আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে ছাই হয় শতাধিক একর বনভূমি। প্রতিবারই আগুন লাগার পর তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ। কমিটি তদন্ত প্রতিবেদনও জমা দেয়। কিন্তু তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে নেয়া হয় না কোনো পদক্ষেপ। যে কারণে এই বনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে।
শুধু সুন্দরবন নয়, দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত এমন অসংখ্য অগ্নিকাণ্ড ঘটে। বেশিরভাগ অগ্নিকাণ্ডেই তদন্ত কমিটি গঠন করা হয় না৷ হলেও তা কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, আলোর মুখ দেখে না।