শিরোনাম
কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে তিন কোটি টাকার ভারতীয় শাড়ী আটক কুড়িগ্রামে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার নওগাঁয় নৌকা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পথ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক নওগাঁয় টাস্কফোর্স অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার ও্র বৃক্ষ রোপণ কর্মসূচী বিজিবির আঞ্চলিক অধিনায়কের পুজা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার বাসাবাড়িতে আপাতত গ্যাস সংযোগ দেওয়া হবে না : উপদেষ্টা গাজায় নিহতের সংখ্যা ৪২,১৭৫ কোটালীপাড়ায় দুর্গাপূজার আনসার নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১ জন জেল পলাতক আসামি গ্রেফতার। পূর্বাচলে প্লটের দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের অবরোধ-বিক্ষোভ কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন রাজস্ব বোর্ডের কমিশনার অরুণ কুমার বিশ্বাস
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

শাকিব খানের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
শাকিব খানের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন বলে পরিচিত। যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। আর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনও জয় করেছেন তিনি। নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন এই নায়িকা।

তবে শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনায় নিজের মত দিয়েছেন অপু।

এই বছরই শাকিব খানের তৃতীয় বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কিনা না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।’

এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই ব্যস্ততা নেই, এমনও না। ঢালিউড কুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনও জানাননি অপু। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা।

প্রসঙ্গত, কিছুদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘুরেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন।

 


এই বিভাগের আরও খবর