ময়মনসিংহের ভালুকায় মসজিদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সৃজন দাস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ জুন) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ সাতদিনের রিমান্ড ছেয়ে তাকে আদালতে পাঠিয়েছে।গ্রেপ্তার সৃজন দাস উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামের ব্রজেন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় এক চেয়ারম্যানের বিভিন্ন মসজিদ, মন্দির ও ব্যক্তি পর্যায়ে দান খয়রাতের বিষয় নিয়ে একটি আইডি থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন।
পরে সৃজন দাস তার (srijon das) আইডি দিয়ে ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে কটূক্তিমূলক মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসা থেকে আটক করে। এ ঘটনায় ভালুকা মডেল থানার এস আই ছামিউল হক বাদি হয়ে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৯৫/ক, পেনেল কোড ১৮৬০ এর ২৮(২)/৩১ (২) ধারায় মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ কামাল আকন্দ জানান, সাইবার নিরাপত্তা আইনে মামলা নিয়ে সৃজন দাস নামের যুবককে গ্রেপ্তার ও সাত দিনের রিমান্ড ছেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।