সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই বোনের
মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা কাউন্সিলর রব্বেল আলী।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে নিহত ইয়াফি বয়স ৮ বছর ও ইশার বয়স ৬ বছর তারা
আপন দুই বোন এবং কোহিত গ্রামের হযয়ত আলীর
কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ীর পাশে
থাকা পুকুরে নামে, অনেক সময় বাড়িতে না আসায়
তাদের মা খুঁজতে থাকে খোঁজা খুঁজির এক পর্যায়ে
পুকুরের পানিতে তাদের ভাসতে দেখতে পান। সেখান থেকে দুই মেয়েকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় এমপি আব্দুল আজিজ শোকাহত
পরিবারকে সমবেদনা জানাতে ঘটনা স্থলে আসেন।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী
বিভাগে চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতাল
নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে এ ঘটনায় এলাকায় শোকের মাতাম পড়েছে।