শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১০ অপরাহ্ন

ঝালকাঠি সদর থেকে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক করেছে র‍্যাব ৮

বরিশাল ব্যুরো অফিস :
আপলোড সময় : শনিবার, ১ জুন, ২০২৪

বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় রয়েছে। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালি এবং তারা চুলের উগ্র কাটিং, গলায় বিভিন্ন মডেলের চেন ও হাতে ব্রেসলেট, হাফপ্যান্ট, শরীরে ট্যাটু আঁকা সহ উগ্র বেশ-ভূষায় দলগতভাবে চলাফেরা করে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে।

সেপ্রেক্ষিতে, সিপিএসসি কোম্পানী, র‌্যাব—৮, বরিশাল শুক্রবার ৩১ মে ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কিশোর গ্যাং শিহাব গ্রুপের ১। মোঃ শিহাব (১৭) (গ্রুপ লীডার), পিতা- বশির আহমেদ, সাং-বরফপাশা ২। মোঃ আজিজুল হাওলাদার(১৯), পিতা-রুহুল আমিন হাং, সাং-নরুল্লাপুর, ৩। রবিন হাওলাদার(১৭) পিতা- মোঃ আব্দুর রহিম হাওলাদার, সাং-ফকির বাড়ী, ০৮ নং ওয়ার্ড ৪। মোঃ রুমান (১৭) পিতা- শামীম মিয়া, সাং-চাঁদকাঠি,০২ নং ওয়ার্ড ৫। মোঃ হৃদয় (১৭) পিতা-মোঃফারুক, সাং- মধুপুর, সর্ব থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি’গনকে পৌর মিনিপার্ক ঝালকাঠি হইতে ৬ টায় , সাব্বির গ্রুপের ৬। মোঃ সাব্বির খান (১৮) (গ্রুপ লীডার), পিতা-মোঃ হাবিব খান,সাং-বাসন্ডা, ০৬ নং ওয়ার্ড ৭। মোঃ গোলাম মোর্শেদ (১৮) পিতা- মোঃ নাসির উদ্দিন শরীফ, সাং- বাসস্তা ৮। মোঃ মারুফ(১৭), পিতা-মোঃ শহিদ হাওলাদার, সাং- উদ্বোধন স্কুলের পাশে, ৯। মোঃ রাফি হাওলাদার(১৬) পিতা-মোঃ রুহুল হাওলাদার, সাং-ঝালকাঠি পুরাতন কলেজ খেয়াঘাট, ০২ নং ওয়ার্ড, ১০। মোঃ স্বাধীন হাওলাদার (২১) পিতা-মোঃ শহিদ হাং, সাং-চাদকাঠি,০২ নং ওয়ার্ড, সর্বথানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠিগনকে জেলা নির্বাচন অফিস ঝালকাঠি এলাকা হইতে সাড়ে ৬ টায়, রাফিম গ্রুপের ১১। মোঃ রাফিম ইসলাম জিসান (১৭)(গ্রুপ লীডার), পিতা- মিজানুর রহমান, সাং-রুপনগর, ০২ নং
ওয়ার্ড, ১২। মোঃ শান্ত মাঝি (১৭) পিতা-মোঃ রুবেল মাঝি, সাং- ঝালকাঠি পুরাতন কলেজ, জেলেপাড়া, ০৩ নং ওয়ার্ড ১৩ ।
মোঃ নাজমুল খান(১৭) পিতা-মোঃ খোকন আলী, সাং-চরভাটারাকান্দা ১৪। জিহাদ হাওলাদার (১৭) পিতা-সাহেব আলী হাওলাদার, সাং-কাঠপট্টি ট্রলারঘাট ১৫। মোঃ সিদ্দিকুর রহমান শাওন (১৬) পিতা-মোঃ আবু সুফিয়ান, সাং- বৈধারাপুর, সর্বথানা-ঝালকাঠি সদর,জেলা- ঝালকাঠিগনকে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মোড়, ঝালকাঠি এলাকা হইতে ৭ টায় সজিব গ্রুপের ১৬।মোঃ সজিব হাওলাদার(১৭) (গ্রুপ লীডার), পিতা-মোঃ মোজাম্মেল হাওলাদার, সাং-চরভাটারাকান্দা ১৭। জুবায়ের
খলিফা(১৭) পিতা-করিম খলিফা, সাং-কৃষ্ণকাঠি,০৩ নং ওয়ার্ড ১৮। মোঃ রনি হাওলাদার পিতা-মোঃ আলামিন হাওলাদার, সাং- চরভাটারাকান্দা ১৯। মোঃরমজান হোসেন (১৭) পিতা-সিরাজ বেপারী, সাং-গাবখান ব্রীজের পাশে,০৭ নং ওয়ার্ড
২০।হামিম খলিফা (১৭) পিতা-মোঃ নান্না খলিফা, সাং- পূর্বচাঁদকাঠি, ০৩ নং ওয়ার্ড, সর্ব থানা- ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠিগনকে সরকারী মহিলা কলেজের সামনে হইতে মোট ২০ জনকে আটক করে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর