বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় রয়েছে। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালি এবং তারা চুলের উগ্র কাটিং, গলায় বিভিন্ন মডেলের চেন ও হাতে ব্রেসলেট, হাফপ্যান্ট, শরীরে ট্যাটু আঁকা সহ উগ্র বেশ-ভূষায় দলগতভাবে চলাফেরা করে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে।
সেপ্রেক্ষিতে, সিপিএসসি কোম্পানী, র্যাব—৮, বরিশাল শুক্রবার ৩১ মে ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কিশোর গ্যাং শিহাব গ্রুপের ১। মোঃ শিহাব (১৭) (গ্রুপ লীডার), পিতা- বশির আহমেদ, সাং-বরফপাশা ২। মোঃ আজিজুল হাওলাদার(১৯), পিতা-রুহুল আমিন হাং, সাং-নরুল্লাপুর, ৩। রবিন হাওলাদার(১৭) পিতা- মোঃ আব্দুর রহিম হাওলাদার, সাং-ফকির বাড়ী, ০৮ নং ওয়ার্ড ৪। মোঃ রুমান (১৭) পিতা- শামীম মিয়া, সাং-চাঁদকাঠি,০২ নং ওয়ার্ড ৫। মোঃ হৃদয় (১৭) পিতা-মোঃফারুক, সাং- মধুপুর, সর্ব থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি’গনকে পৌর মিনিপার্ক ঝালকাঠি হইতে ৬ টায় , সাব্বির গ্রুপের ৬। মোঃ সাব্বির খান (১৮) (গ্রুপ লীডার), পিতা-মোঃ হাবিব খান,সাং-বাসন্ডা, ০৬ নং ওয়ার্ড ৭। মোঃ গোলাম মোর্শেদ (১৮) পিতা- মোঃ নাসির উদ্দিন শরীফ, সাং- বাসস্তা ৮। মোঃ মারুফ(১৭), পিতা-মোঃ শহিদ হাওলাদার, সাং- উদ্বোধন স্কুলের পাশে, ৯। মোঃ রাফি হাওলাদার(১৬) পিতা-মোঃ রুহুল হাওলাদার, সাং-ঝালকাঠি পুরাতন কলেজ খেয়াঘাট, ০২ নং ওয়ার্ড, ১০। মোঃ স্বাধীন হাওলাদার (২১) পিতা-মোঃ শহিদ হাং, সাং-চাদকাঠি,০২ নং ওয়ার্ড, সর্বথানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠিগনকে জেলা নির্বাচন অফিস ঝালকাঠি এলাকা হইতে সাড়ে ৬ টায়, রাফিম গ্রুপের ১১। মোঃ রাফিম ইসলাম জিসান (১৭)(গ্রুপ লীডার), পিতা- মিজানুর রহমান, সাং-রুপনগর, ০২ নং
ওয়ার্ড, ১২। মোঃ শান্ত মাঝি (১৭) পিতা-মোঃ রুবেল মাঝি, সাং- ঝালকাঠি পুরাতন কলেজ, জেলেপাড়া, ০৩ নং ওয়ার্ড ১৩ ।
মোঃ নাজমুল খান(১৭) পিতা-মোঃ খোকন আলী, সাং-চরভাটারাকান্দা ১৪। জিহাদ হাওলাদার (১৭) পিতা-সাহেব আলী হাওলাদার, সাং-কাঠপট্টি ট্রলারঘাট ১৫। মোঃ সিদ্দিকুর রহমান শাওন (১৬) পিতা-মোঃ আবু সুফিয়ান, সাং- বৈধারাপুর, সর্বথানা-ঝালকাঠি সদর,জেলা- ঝালকাঠিগনকে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মোড়, ঝালকাঠি এলাকা হইতে ৭ টায় সজিব গ্রুপের ১৬।মোঃ সজিব হাওলাদার(১৭) (গ্রুপ লীডার), পিতা-মোঃ মোজাম্মেল হাওলাদার, সাং-চরভাটারাকান্দা ১৭। জুবায়ের
খলিফা(১৭) পিতা-করিম খলিফা, সাং-কৃষ্ণকাঠি,০৩ নং ওয়ার্ড ১৮। মোঃ রনি হাওলাদার পিতা-মোঃ আলামিন হাওলাদার, সাং- চরভাটারাকান্দা ১৯। মোঃরমজান হোসেন (১৭) পিতা-সিরাজ বেপারী, সাং-গাবখান ব্রীজের পাশে,০৭ নং ওয়ার্ড
২০।হামিম খলিফা (১৭) পিতা-মোঃ নান্না খলিফা, সাং- পূর্বচাঁদকাঠি, ০৩ নং ওয়ার্ড, সর্ব থানা- ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠিগনকে সরকারী মহিলা কলেজের সামনে হইতে মোট ২০ জনকে আটক করে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।