শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের

গ্রাহক সুবিধা বৃদ্ধির কথা বলে প্রিপেইড মিটার স্থাপন শুরু হলেও এখন অনেকটা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে এ কার্যক্রমের। উল্টো গ্রাহক হয়রানি বেড়েছে কয়েকগুণ। বিদ্যুতের পশ্চিমাঞ্চল বিভাগের আওতায় বছরখানেক আগে রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ বিভাগ সদর উপজেলায় গ্রাহকদের প্রিপেইড মিটার প্রদান করে। স্থাপন করা এসব প্রিপেইড মিটারগুলো এখন গ্রাহকদের অনেকটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যখন তখন লক হয়ে যাওয়া, টাকা রিচার্জে সমস্যা, ব্যাটারি সিন্ডিকেটে পড়ে গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে।

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকেরা। রিচার্জ করার সময় তাদের স্বাভাবিকের চেয়ে ১২ গুণ দীর্ঘ ডিজিট চাপতে হচ্ছে। আর তা করতে গিয়ে ভুল হচ্ছে। তিনবার ভুল হলেই মিটার লক হয়ে যাচ্ছে। বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ হওয়ার পর থেকে এ সমস্যা বেশি। এছাড়া মাঝে মধ্যে সার্ভার জটিলতার কারণে মিটারে রিচার্জ করা যাচ্ছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছে তারা। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে তাদের।

ওজোপাডিকো রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, জেলায় বিদ্যুতায়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকের সংখ্যা প্রায় ১ লাখ। এর মধ্যে শুধু সদর উপজেলাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক সংখ্যা ৬৮ হাজার। এই ৬৮ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটারের আওতায় এসেছে ৩১ হাজার গ্রাহক। বাকি গ্রাহকগুলো এনালগ মিটার দিয়েই চলছে। বর্তমানে প্রিপেইড মিটার না থাকায় নতুন গ্রাহকদের এনালগ মিটারগুলো দেয়া হচ্ছে।

জানা গেছে, গত রোববার (৩১ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার প্রিপেইড মিটারের গ্রাহকরা মিটার রিচার্জ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে। সকাল ৯টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদের মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ ছিল। এতে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছিল। মিটার রিচার্জ না করতে পারাই অনেকের বাসাবাড়ি ও অফিস বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

সরেজমিনে রাজবাড়ীর বিনোদপুর ঘাস বাজার এলাকায় অবস্থিত ওজোপাডিকোর গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় দুই থেকে তিনশ গ্রাহকের সিরিয়াল। সবাই প্রিপেইড মিটারের রিচার্জ করতে এসেছেন। কেউ এসেছে আবার টোকেন নম্বর নিতে। মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ থেকে তারা মিটার রিচার্জ করতে না পেরে কোনো উপায় না পেয়ে তারা ওজোপাডিকোর অফিসে এসে রিচার্জ করছে। এর মধ্যে অনেক গ্রাহকের বাড়িতে বিদুৎ বিচ্ছিন্ন ছিল। ঘণ্টার পর ঘণ্টা গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের মিটার রিচার্জ করতে হয়েছে।

 

রাজবাড়ী বিনোদপুর এলাকার বাসিন্দা সুজন বিষ্ণু বলেন, আমার মিটারে টাকা শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তী নিজের বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করতে গিয়ে দেখি টাকা রিজার্জ হচ্ছে না। পরে বাজারের মধ্যে একটি বিকাশ এজেন্টে গিয়ে রিজার্জ করতে গেলে তারা বলে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রিজার্জ হচ্ছে না সার্ভারে সমস্যা দেখাচ্ছে। পরে আমি ঘাস বাজার ওজোপাডিকোর গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে ১ ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে থেকে মিটারে রিচার্জ করেছি। ততক্ষণে আমার দোকান বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। রিচার্জ করার পর বিদ্যুৎ আসে।

রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম বলেন, আগে বিদ্যুতের রিচার্জ করতে গেলে ২০টি সংখ্যা আসত। ওই সংখ্যা সহজে রিচার্জ করা যেত। এখন ১০০টি সংখ্যা আসছে। সবকটি লিখে রিচার্জ করতে হচ্ছে। এতে ভুল হচ্ছে, মিটারও লক হয়ে যাচ্ছে। রিচার্জেই সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী ওজোপাডিকোর এক কর্মকর্তা প্রিপেইড গ্রাহকদের ভোগান্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের নতুন দাম নির্ধারণ হওয়ার পর থেকে এই সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যা সাধারণত একবার হয়। মিটার লক বা অন্য কোনো সমস্যা হলে আমাদের জানালেই ঠিক করে দেয়া হবে।

রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ বলেন, অনেক সময় সার্ভার জটিলতার কারণে মিটারে রিচার্জ করা যায় না। এটা বিকাশ/রকেট/নগদের সমস্যা হতে পারে আবার আমাদের সার্ভার ইস্যুও হতে পারে। তবে মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে রিচার্জ না করা গেলে আমাদের ওজোপাডিকোর অফিসে গিয়ে করা যাবে। এছাড়া প্রিপেইড মিটারের যেসব ত্রুটি রয়েছে সেগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে।


এই বিভাগের আরও খবর