আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আক্তার হোসেন হাওলাদারের পক্ষে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়ার নেতৃত্বে আক্তার হোসেন হাওলাদারের শালিক পাখি মার্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত পথ সভায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজীর আহমেদ, সালাউদ্দিন মেম্বার, উপজেলা আওয়ামী
যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস , লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন দ্বীপবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক গনি মাষ্টার, মোফাজ্জল হোসেন হায়দার, লোকমান সর্দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম সর্দার ও সাধারণ সম্পাদক রিয়াজ খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন স্বচ্ছ ভালো মনের মানুষকে শালিক পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আক্তার হোসেন হাওলাদার একজন ভালো মানুষ। সে বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি সে বিজয়ী হয় এই উপজেলাকে একটি মডেল স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবে। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আসন্ন ২৯ মের লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে শালিক পাখি মার্কায় ভোট দিয়ে আক্তার হোসেন হাওলাদারকে বিজয়ী করবেন।