কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলের টিকটকের ভিডিও বানাতে গিয়ে ডুবে এক কিশোর মারা গেছেন। তার নাম সোহাগ (১২)।
শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য তিস্তায় গোসল করতে নামে। এ সময় তার সঙ্গে আরও ২ বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ নদীতে গোসল করছিল। গোসলের একপর্যায়ে অন্যরা তীরে চলে আসতে পারলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২ ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।