শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

মুলাদীতে রাতের আঁধারে ১৭ গরু লুট, ছয়টি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
মুলাদীতে রাতের আঁধারে ১৭ গরু লুট, ছয়টি উদ্ধার

মুলাদীতে রাতের আঁধারে দুর্র্বৃত্তরা ১৭টি গরু লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা ও চরআলগী গ্রামে এ লুটের ঘটনা ঘটে। শুক্রবার অভিযান চালিয়ে লুটের ছয়টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

টুমচর গ্রামের আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যা মামলার আসামিদের সহযোগিতায় সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী এবং পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লোকজন গরু লুট করেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আজাহার মোল্লা জানান, টুমচর গ্রামের আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যার পর থেকে তয়কা ও টুমচরসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হতে পারে না। বৃহস্পতিবার রাতে কে বা কারা তার চারটি গরু নিয়ে যায়। গরু নেওয়ার শব্দ পেলেও প্রাণভয়ে কেউ ঘর থেকে বের হননি।

এছাড়া একই গ্রামের নাসির ফকিরের দুটি, হুমায়ুন বেপারীর দুটি, মালেক ব্যাপারীর দুটি, সিরু হাওলাদারের চারটি এবং চরআলগী গ্রামের মানিক সরদারের চারটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

থানার ওসি মো. জাকারিয়া জানান, তয়কা ও চরআলগী গ্রাম থেকে গরু নেওয়ার সংবাদ পেয়ে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর বালিয়াতলীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরু উদ্ধার এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর