ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয়।
বুধবার এক্সে (আগের নাম টুইটার) এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। খবর ইরান প্রেসের।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কর্তৃক গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য খসড়া প্রস্তাবের ভেটোর পুনরাবৃত্তিকে শতাব্দীর সেরা কূটনৈতিক বিপর্যয় বলা উচিত।
তিনি বলেন, বারবার ভেটো প্রয়োগ করায় স্পষ্টতই গাজায় নকল ইসরাইলি সরকার কর্তৃক পরিচালিত গণহত্যা এবং পশ্চিমতীরে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক দায় হোয়াইট হাউসের। বিশ্বকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।
গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি খসড়া প্রস্তাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র আবারও ভেটো দেয়।
গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটি তৃতীয় মার্কিন ভেটো। অবরুদ্ধ গাজা থেকে সব ইসরাইলি বন্দির মুক্তির সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিকে যুক্ত করে ওয়াশিংটন একটি প্রস্তাব প্রচার করার একদিন পর যুক্তরাষ্ট্র এ ভেটো দিল।