শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ঘুমন্ত মা ও নানির মাঝখান থেকে শিশু চুরি!

এন এইস সোহান কুষ্টিয়া :
আপলোড সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

কুষ্টিয়ায় নানার বাড়ি থেকে একটি শিশু ছেলে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চুরি হয়ে যাওয়া আড়াই মাস বয়সী ওই শিশুটির নাম ইসরাফিল। সে জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

সোমবার (১০ জুন) রাতে কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়িতে শিশু চুরির এ ঘটনাটি ঘটে।

শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের নানা মহন মন্ডলের বাড়িতে বেড়াতে যায় ইসরাফিল। ওই বাড়ি থেকেই তাকে চুরি করা হয়েছে। চুরি হওয়ার সময় বিছানায় সে তার মা ও নানির মাঝখানে শুয়ে ছিলো।

শিশুটির মা রেহেনা বেগম প্রতিবেদককে জানান, রাতে খাওয়ার পরে মায়ের সঙ্গে একমাত্র ছেলেকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন । দু’জনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ছেলে নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময় খোলা ছিল। তাৎক্ষণিকভাবে বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করার পর তার কোন খোঁজখবর পাননি। পরে সকালে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেছেন। প্রতিবেদককে এসব তথ্য জানানোর সময় শিশুটির বাব-মা দু’জনেই উপস্থিত ছিলেন এবং তাঁরা কান্নায় ভেঙে পড়েন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা প্রতিবেদকে বলেন, “আদাবাড়িয়া গ্রামের মহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রতিবেদককে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি।”


এই বিভাগের আরও খবর