শিরোনাম
হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে : হিরো আলম মেঘনা গ্রুপের কর্মকর্তাদের আটকে রেখে মুক্তিপণ দাবি, না দেওয়ায় হামলা, মামলার প্রস্তুতি মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা উধাও মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু ভোলায় জাতীয় কবিতা পরিষদ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান এখন তিনি কোথায়? ভাঙল মায়ার ত্রাসের রাজত্ব! রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি নওগাঁয় জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোরে জে.সি.বি বিজ্ঞান ক্লাব’র আয়োজনে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত চরফ্যাশনে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের মতবিনিময় সভা বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ হাবিবুর রহমান সিরাজগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ক্ষমতায় না আসতেই বিএনপি লোকদের পাওয়ার বেড়ে গেছে: হিরো আলম লোহাগাড়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় ঘুমন্ত মা ও নানির মাঝখান থেকে শিশু চুরি!

এন এইস সোহান কুষ্টিয়া :
আপলোড সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

কুষ্টিয়ায় নানার বাড়ি থেকে একটি শিশু ছেলে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চুরি হয়ে যাওয়া আড়াই মাস বয়সী ওই শিশুটির নাম ইসরাফিল। সে জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

সোমবার (১০ জুন) রাতে কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়িতে শিশু চুরির এ ঘটনাটি ঘটে।

শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের নানা মহন মন্ডলের বাড়িতে বেড়াতে যায় ইসরাফিল। ওই বাড়ি থেকেই তাকে চুরি করা হয়েছে। চুরি হওয়ার সময় বিছানায় সে তার মা ও নানির মাঝখানে শুয়ে ছিলো।

শিশুটির মা রেহেনা বেগম প্রতিবেদককে জানান, রাতে খাওয়ার পরে মায়ের সঙ্গে একমাত্র ছেলেকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন । দু’জনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ছেলে নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময় খোলা ছিল। তাৎক্ষণিকভাবে বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করার পর তার কোন খোঁজখবর পাননি। পরে সকালে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেছেন। প্রতিবেদককে এসব তথ্য জানানোর সময় শিশুটির বাব-মা দু’জনেই উপস্থিত ছিলেন এবং তাঁরা কান্নায় ভেঙে পড়েন।

বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা প্রতিবেদকে বলেন, “আদাবাড়িয়া গ্রামের মহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রতিবেদককে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি।”


এই বিভাগের আরও খবর