শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের‘আত্মহত্যা’

নেত্রকোণা মডেল থানায় কর্মরত এক পুলিশ সদস্য ‘অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে’ আত্মহত্যা করেছেন।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল রুবেল মিয়া মারা যান।

মৃত রুবেল মিয়ার বয়স ২৮ বছর। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেল সাড়ে ৮ বছর আগে পুলিশে যোগ দেন; আর নেত্রকোণা মডেল থানায় যোগ দেন দেড় বছর আগে।

তিনি নেত্রকোণা শহরের কোর্ট স্টেশন এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন।

গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর থেকে থানা ব্যারাকে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে থানার মেসে রাতের খান রুবেল।

“এরপর নিজের ফেইসবুক আইডিতে ‘দ্যা এন্ড’ লিখে পোস্ট দেন তিনি। রাত ১২টার দিকে তার ছোট ওই পোস্ট দেখে জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে জানান।”

এরপর মেস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় খবর দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নেত্রকোণা মডেল থানা পুলিশ প্রথমে রুবেলকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রবেলকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রুবেল মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা লুৎফুর।

তিনি বলেন, “পারিবারিক কলহের কারণে রুবেল মিয়া অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

“ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”


এই বিভাগের আরও খবর