আর পাঁচটা দিনের মতোই রান্নায় মন দিয়েছিলেন গৃহকর্ত্রী। ছেলের পছন্দের খাবার, ডিম ভাজতে গিয়েছিলেন তিনি। প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ডিম ফাটাতেই চক্ষু ছানাবড়া! ভিতর থেকে বেরিয়ে আসে মৃত সাপের বাচ্চা। হ্যাঁ! এই রকমই আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর থানার ডিহি পাড়ার মান্নান পরিবার।
জামুরিয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার ডিহি পাড়ার বাসিন্দা শেখ মান্নান। তার স্ত্রী মালা বিবি সকালে তার ছেলের জন্য ডিম ভাজতে যান। তার দাবি, সেই ডিম ফাটাতেই বেরিয়ে আসে সাপের বাচ্চা। যা নিয়ে ওই পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান, ‘এ ধরনের ঘটনা এলাকায় প্রথম ঘটল। এতে আমরা সবাই আতঙ্কে রয়েছি। ডিম খাওয়ার আগে আমাদের আরও সর্তক হতে হবে। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।’
প্রশ্ন উঠছে, কী করে মুরগির ডিমে সাপের বাচ্চা এল? তাহলে কি মুরগির ডিম হিসাবে সাপের ডিম বিক্রি করা হয়েছিল? যদি তাই হয় তাহলে এত বড় গাফিলতি কার? এই ডিমের সংখ্যা একটি, না কি তা গোটা বাজারে ছেয়ে গিয়েছে? পিছনে কি অসাধু ব্যবসায়ী চক্র? কম টাকায় পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়ে ডিম। জামুরিয়ায় ডিমে সাপের বাচ্চা সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।