Bangladesh Premier League (BPL) cricketer Mustafizur Rahman suffered a head injury from a ball during a match. The severity of the injury required him to spend two days in the hospital. Chennai Super Kings, an IPL franchise, sent their wishes for a speedy recovery to the injured Mustafizur.
গত রোববার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় মোস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। নেটে একটি ডেলিভারি করার পর বোলিং মার্কে ফেরার সময় পাশের নেট থেকে উড়ে আসা বল আঘাত করে টাইগার পেসারের মাথার বাম পাশে। মাঠেই তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়া হয় তাকে। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মোস্তাফিজের আরোগ্য কামনা করে বার্তা দিয়েছে চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন কাটার মাস্টার। চেন্নাইয়ের পোস্টে বলা হয়, ‘স্পিডি রিকভারি ফিজ, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ গত ১৯শে ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে নিলামে ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নেয় চেন্নাই।
এদিকে দুই রাত হাসপাতালে কাটানোর পর ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজ। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম জানান, ঢাকায় টিম হোটেলেই চলবে মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।