ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের তিওড়দাহ গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভিকটিমের মা জানায়, ঈদের তিনদিন আগে আমার মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে একই এলাকার জাহিদ ও রশিদ রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। শেষ গত বুধবারে আমার মেয়েকে ভয়-ভীতি ও কাউকে বল্লে প্রাণে মেরে মেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এভাবেই আমার মেয়ে তাদের কাছে তিন তিনবার ধর্ষণের শিকার হয় ।
এ বিষয়ে ভিকটিমের মেয়ের মা বাদী হয়ে গত রবিবারে (১২ মে ) ঝিনাইদহ সদর থানায় জাহিদ ও রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায়, ভিকটিমের পরিবার সুষ্ঠু বিচারের দাবি জানায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দীন জানায়, এ ঘটনায় দুইজনের নাম করে উল্লেখ করে মামলা হয়ছে। মামলার পর পরই তাৎক্ষণিকভাবে আমরা জাহিদ নামে একজনে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।