দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পটুয়াখালী থেকে গ্রেফতার করে র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৩মে) বিকেলে পটুয়াখালী’র প্রত্যন্ত দ্বীপ রাঙ্গাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিল আনোয়ার হোসেন খাঁন। তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ কৃষ্ণকাটি। উল্লেখ্য, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামী তার প্রতিবেশী আসমান খাঁনকে দা দিয়ে কোপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর থেকেই আসামী আত্মগোপনে ছিল। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজাসহ ৫ হাজার টাকা, অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর অতিক্রান্ত হলেও আসামী বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে থাকা অবস্থায় দিব্যি সংসার করে আসছিল। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে বরিশাল বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।