আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও ভোট চেয়ে ব্যাপক জনসংযোগ নিয়ে উঠান বৈঠক করেন।
গত কাল (৯মে) বৃহস্পতিবার ০৬ টার সময় বয়রাগাদী ইউনিয়নের মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বয়রাগাদী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি বয়রা গাদী ইউনিয়ন ছাত্রলীগ মোঃ রাসেল ব্যাপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ হান্নান মোল্লা, তনময় ইসলাম স্বপন, জামাল উদ্দিন, ফারুক তালুকদার ইয়াসিন শেখ সহ শেফালী বেগম হালিমা বেগম। যুবলীগ নেতা এস এম সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা রতন ও রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন আসন্ন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একমাত্র মোঃ আওলাদ হোসেন মৃধার যোগ্যতা রয়েছে। তিনি সৎ ও কর্মঠ লোক। তিনি সিরাজদিখান উপজেলার মানুষের পাশে সুখে দুখে থাকতে চান। তার বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমরা বয়রাগাদী ইউনিয়নবাসী আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আওলাদ হোসেন মৃধাকে ভোট দিয়ে নির্বাচিত করব।