বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিক হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করে দিনমজুর শ্রমিকরা।
শনিবার (১১ মে) সকালে বাবুগঞ্জ পাংশা অমৃতনগর ঢাকা- বরিশাল মহাসড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিকরা বলে, গত ১ মে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিক সাবিনা ইয়াসমিনকে হেনস্তার মারধরের ঘটনায় জড়িত সময় টিভি’র বরিশাল রির্পোটার সাকিল, ক্যামেরাম্যান সুমন, দিপ্ত টিভি’র ক্যামেরা ম্যান শফিক ও হকার কালুর ছেলে ইমরানসহ কয়েকজন দুর্বৃত্তরা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে লাগাতর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির দেওয়ার হুঁশিয়ার দেন তারা। এ সময় আরো বলে,
ধাক্কাদিয়ে টানাহেঁচড়া করে। কটূক্তি ও হুমকি দেয়। যা নজিরবিহীন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের নারী সাংবাদিকতা ও মতপ্রকাশের জন্য হুমকি।
মারধর হেনস্তার শিকার হন দৈনিক আজকের সংবাদের বরিশাল প্রতিনিধি সাবিনা ইয়াসমিন এবং নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি’র বরিশাল ব্যুরোচীফ জামাল হোসাইন ।