শিরোনাম
হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে : হিরো আলম মেঘনা গ্রুপের কর্মকর্তাদের আটকে রেখে মুক্তিপণ দাবি, না দেওয়ায় হামলা, মামলার প্রস্তুতি মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা উধাও মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু ভোলায় জাতীয় কবিতা পরিষদ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান এখন তিনি কোথায়? ভাঙল মায়ার ত্রাসের রাজত্ব! রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি নওগাঁয় জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোরে জে.সি.বি বিজ্ঞান ক্লাব’র আয়োজনে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত চরফ্যাশনে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের মতবিনিময় সভা বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ হাবিবুর রহমান সিরাজগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ক্ষমতায় না আসতেই বিএনপি লোকদের পাওয়ার বেড়ে গেছে: হিরো আলম লোহাগাড়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

বয়স ১৩৫ বছর, চশমা ছাড়াই এখনও কোরআন পড়েন তাম্বিয়াতুন নেছা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বয়সের ভারে বেঁকে গেছেন টাঙ্গাইলের তাম্বিয়াতুন নেছা। প্রায় দুজন বৃদ্ধ মানুষের বয়স একাই কাটিয়ে দিয়েছেন তিনি।

আরও আশ্চর্যজনক বিষয় হলো, ১৩৫ বছর বয়সেও শারীরিকভাবে অনেকটাই ঠিক আছেন। কিছুটা ভুল হলেও চশমা ছাড়াই কোরআন পড়তে পারেন। রমজানে সবার সঙ্গে রোজা রাখেন। পাঁচ ওয়াক্ত তো বটেই, গভীর রাতে উঠে একা একাই পড়েন তাহাজ্জুদের নামাজ।

পরিবারের দাবি, এ মুহূর্তে দেশের সবচেয়ে বেশি বয়সী মানুষ তাম্বিয়াতুন নেছা। সরকারের নথিতে বয়স ১২০ হলেও সেটাতে আপত্তি তাদের। কারণ হিসেবে তারা বলছেন, বিয়ের ১০ বছরেও কোনো সন্তান হয়নি তাম্বিয়াতুননেছার। এরপর একটি কন্যা সন্তান হয়ে মারা যায়। আরও দুই বছর পর যে কন্যা সন্তান হয়, সেই লাইলীর বয়স ১০০ ছুঁইছুঁই।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামের বাসিন্দা তাম্বিয়াতুন নেছা ৭ সন্তানের জননী। নাতি-নাতনি আছে ৭৫ জন। তাদের অনেকেরই বয়স ৭০-৮০। ৩২ বছর আগে মৃত্যুবরণ করা তাম্বিয়াতুননেছার স্বামী রিয়াজ উদ্দিন বৃটিশ ও পাকিস্তান আমল মিলিয়ে ৪২ বছর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব বিষয় নিয়ে গর্ববোধ করেন তাম্বিয়াতুন নেছার নাতি-নাতনিরা।
তাম্বিয়াতুন নেছা ছেলে বলেন, আমার বাবা ১১০ বছরে মারা গেছেন। মা যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ তাসবিহ পড়েন।

তাম্বিয়াতুন নেছা চাইতেন, ওনার স্বামীর মতো তার বংশে আরেকজন জনপ্রতিনিধি হোক। দাদীর সেই স্বপ্ন পূরণ করেছেন দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।

দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য দাদি আমাকে উৎসাহিত করেছেন। আমি চেয়ারম্যান হওয়ার পর সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। জনগণ স্বতস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করেছেন।১৩৫ বছর বয়সী তাম্বিয়াতুননেছা যেন আরও অনেক বছর বেঁচে থাকেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।


এই বিভাগের আরও খবর