শিরোনাম
হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে : হিরো আলম মেঘনা গ্রুপের কর্মকর্তাদের আটকে রেখে মুক্তিপণ দাবি, না দেওয়ায় হামলা, মামলার প্রস্তুতি মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা উধাও মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু ভোলায় জাতীয় কবিতা পরিষদ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান এখন তিনি কোথায়? ভাঙল মায়ার ত্রাসের রাজত্ব! রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি নওগাঁয় জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২ যশোরে জে.সি.বি বিজ্ঞান ক্লাব’র আয়োজনে টেলিস্কোপ পরিচিতি ক্যাম্প অনুষ্ঠিত চরফ্যাশনে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের মতবিনিময় সভা বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ হাবিবুর রহমান সিরাজগঞ্জে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ক্ষমতায় না আসতেই বিএনপি লোকদের পাওয়ার বেড়ে গেছে: হিরো আলম লোহাগাড়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি উড়িয়ে যুদ্ধ বন্ধের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপলোড সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে ফিলিস্তিনি পতাকার আদলে বানানো ঘুড়ি আকাশে উড়িয়ে বেড়াচ্ছেন যুবক ও কিশোররা। ঘুড়ির দুই মাথায় লাগানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। অভিনব এই ঘুড়িটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

ঘুড়িটি তৈরি করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার শিক্ষার্থী লালন শাহ ও ফজলে রাব্বীসহ প্রায় ১৫ জন কিশোর।

 

তারা জানান, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে নির্বিচারে হাজার হাজার নিষ্পাপ শিশু ও নিরীহ মুসলমানদের হত্যা করছে। বিভিন্ন গণমাধ্যমে এসব হত্যাযজ্ঞের খবর শুনে প্রতিবাদ স্বরূপ এই ঘুড়িটি তৈরি করেছেন তারা। ইসরাইলি হামলার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করতেই এমন প্রয়াস বলে জানান তারা।

 

ধরলার পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল বিনোদন পার্কের পাশে ঘুড়ি উড়ানো দেখতে আসা আবুল হোসেন বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে যুবকরা ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি বানিয়েছে, এটা দেখে ভালো লেগেছে। এভাবেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে আমাদের। ভিন্নধর্মী এক প্রতিবাদ এটি।

ঘুড়ির কারিগর লালন শাহ বলেন, ‘আমরা প্রতিদিন গণমাধ্যমে শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনিদের হত্যার খবর দেখি। এর প্রতিবাদ হিসেবে আমরা ফিলিস্তিনি পতাকার রংয়ে ঘুড়ি বানিয়ে বিভিন্ন এলাকায় উড়িয়ে বেড়াচ্ছি। আমাদের অবস্থান থেকে এটি একটি প্রতিবাদ।’

 

ঘুড়ি বানানোর সহযোগী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘আমরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানদের উপর এমন বর্বরতা বন্ধের দাবি জানাচ্ছি।’

 

প্রতিবাদের এই ঘুড়ি দেখতে আসা বিভিন্ন বয়সের মানুষ যুদ্ধ বন্ধের দাবি জানান। তারা জানান, এমন বর্বরতায় প্রতিবাদের ভাষা সোচ্চার হলে যুদ্ধ বন্ধে বাধ্য হবে ইসরাইলি সরকার।

উল্লেখ্য, ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ঘুড়িটি তৈরিতে সময় লেগেছে এক মাস।


এই বিভাগের আরও খবর