শিরোনাম
ভারতে ‘নিখোঁজ’ এমপি আনারের ফোন কখনও বন্ধ, কখনও খোলা: ডিবি প্রধান হারুন ফজরের নামাজে যাচ্ছিলেন ইজাজুল, রাস্তায় খাবলে খেলো কুকুরের দল! প্রবাসীর স্বর্ণ ছিনতাইকালে আটক পুলিশের এসআই ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী ভারতে গিয়ে এমপি আনার নিখোজ! সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দূর্ঘনায় অটোভ্যান চালকের মৃত্যু দাসের হাট খেয়াঘাটে জিম্মি যাত্রীরা চাঁদাবাজ ভূমিদস্যু মাদকের অঙ্গরাজ্য সবই তার দখলে! চাঁদাবাজ ভূমিদস্যু মাদকের অঙ্গরাজ্য সবই তার দখলে! সিরাজদীখানে চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত ‘শাকিব সব দিকে প্লাস, শুধু প্রবলেম এডুকেশন’ হেফাজত নেতা মামুনুল হক ডিবি কার্যালয়ে সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন অবাধ নিরেপক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন চেয়ে পিএফজি সিরাজদিখান’র সংবাদ সম্মেলন কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে কৃষক খুন আম কুড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু সিরাজগঞ্জে গাজাসহ ২ জন  গ্রেফতার সিরাজদিখানে মৎস্য কর্মকর্তার অভিযান মুন্সিগঞ্জ সিরাজদিখানে আনারস মার্কার বিজয় লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত চরফ্যাশনে অটোরিকশা চাপায় পথচারীর মৃত্যু
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি উড়িয়ে যুদ্ধ বন্ধের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপলোড সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে ফিলিস্তিনি পতাকার আদলে বানানো ঘুড়ি আকাশে উড়িয়ে বেড়াচ্ছেন যুবক ও কিশোররা। ঘুড়ির দুই মাথায় লাগানো হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। অভিনব এই ঘুড়িটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

ঘুড়িটি তৈরি করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার শিক্ষার্থী লালন শাহ ও ফজলে রাব্বীসহ প্রায় ১৫ জন কিশোর।

 

তারা জানান, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে নির্বিচারে হাজার হাজার নিষ্পাপ শিশু ও নিরীহ মুসলমানদের হত্যা করছে। বিভিন্ন গণমাধ্যমে এসব হত্যাযজ্ঞের খবর শুনে প্রতিবাদ স্বরূপ এই ঘুড়িটি তৈরি করেছেন তারা। ইসরাইলি হামলার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগ্রত করতেই এমন প্রয়াস বলে জানান তারা।

 

ধরলার পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল বিনোদন পার্কের পাশে ঘুড়ি উড়ানো দেখতে আসা আবুল হোসেন বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে যুবকরা ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি বানিয়েছে, এটা দেখে ভালো লেগেছে। এভাবেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে আমাদের। ভিন্নধর্মী এক প্রতিবাদ এটি।

ঘুড়ির কারিগর লালন শাহ বলেন, ‘আমরা প্রতিদিন গণমাধ্যমে শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনিদের হত্যার খবর দেখি। এর প্রতিবাদ হিসেবে আমরা ফিলিস্তিনি পতাকার রংয়ে ঘুড়ি বানিয়ে বিভিন্ন এলাকায় উড়িয়ে বেড়াচ্ছি। আমাদের অবস্থান থেকে এটি একটি প্রতিবাদ।’

 

ঘুড়ি বানানোর সহযোগী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘আমরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানদের উপর এমন বর্বরতা বন্ধের দাবি জানাচ্ছি।’

 

প্রতিবাদের এই ঘুড়ি দেখতে আসা বিভিন্ন বয়সের মানুষ যুদ্ধ বন্ধের দাবি জানান। তারা জানান, এমন বর্বরতায় প্রতিবাদের ভাষা সোচ্চার হলে যুদ্ধ বন্ধে বাধ্য হবে ইসরাইলি সরকার।

উল্লেখ্য, ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ঘুড়িটি তৈরিতে সময় লেগেছে এক মাস।


এই বিভাগের আরও খবর