বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের পক্ষে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া পৌর মার্কেটে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস কোটালিপাড়া শাখার নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস এর কোটালিপাড়া শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাওনালা মানজুর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস গোপালগঞ্জ জেলার সভাপতি মাওলানা সাদ আহমাদ সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের পক্ষে আজ পৌরসভা এলাকার শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে।