কোটালীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।
কোটালীপাড়ার বাসিন্দারা এই উৎসবকে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার একটি মাধ্যম হিসেবে পালন করেছেন।
শিশু-কিশোররা বিশেষ উৎসাহ নিয়ে এই পূজায় অংশ নিয়েছে, কারণ এটি তাদের শিক্ষাজীবনের সাফল্য ও জ্ঞানের জন্য প্রার্থনার একটি বিশেষ সময়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সকাল থেকে দেবীর প্রতিমা সাজিয়ে ফুল, ফল ও নৈবেদ্য নিবেদন করেছেন। পূজার্চনা, মন্ত্রোচ্চারণ ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
আজ সকালে কোটালীপাড়ার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,
পূজার প্যান্ডেলে শিক্ষার্থীরা সাদা শাড়ি ও পাঞ্জাবি পরে দেবী সরস্বতীর প্রতীমার সামনে বসে পূজা অর্চনায় ব্যস্ত সময় পার করছে। এসময় তারা দেবীর প্রতি ফুল, ফল ও মিষ্টান্ন নিবেদন করে। শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে দেবীর উপস্থিতিতে প্রার্থনা করে। তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন,
পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির উৎসব। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক। আমরা যারা শিক্ষার্থী, শিক্ষক বা জ্ঞানচর্চার সঙ্গে জড়িত, তাদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
কোটালীপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করেন। এ বছর পঞ্চমী তিথি শুরু হয় গতকাল রবিবার ১২ টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে এবং শেষ হয় আজ সোমবার সকাল ৯ টা ৫৭ মিনিটে ৩৮ সেকেন্ডে।