ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ মো: ফরহাদ বেপারী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সে ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা মৃত: ইসলাম বেপারী ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে তার বসত ঘরে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে সদরপুর থানা হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আসামী থানা হাজতে আছে।