শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

‘আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ময়দান’

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ইজতেমা ময়দান। ময়দানে কিংবা ময়দানের আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে হকারদের লক্ষ্য রাখতে হবে। তারা ব্যাগে কিংবা ঝুঁড়িতে কি নিয়ে আনে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হবে। হকার যাতে ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।

জিএমপি কমিশনার আরও বলেন, বিদেশি খিত্তায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর রয়েছে। মুসল্লিদের সেবায় বেশ কিছু সড়ক-মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে। এরমধ্যে ভগড়াবাইপাস, ধউর, তিনশ’ফিট এলাকায় সড়কে সকাল ৬টা থেকে গাড়ি ডাইভারড করে দেওয়া হবে, যাতে করে যান চলাচল মুক্ত থাকবে। এতে করে মুসল্লিরা পায়ে হেঁটে ময়দানে আসতে পারে।

শনিবার সকাল ১০টায় ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জিএমপি কমিশনার।

সাংবাদিকদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার বলেন, যারা সংবাদপত্রে কাজ করেন, তারা যেন সঠিক সংবাদটি পরিবেশন করেন। তা না হলে মানুষের মধ্যে ভিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ গুজব ছড়ায়। এ বিষয়ে সংবাদকর্মীদের একটু খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর, (টঙ্গী জোন) মেহেদী হাসান, সিআইডি গাজীপুর শাখার পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর