শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

যাদের ঘরে গেলো দাদাসাহেব ফালকে’র পুরস্কার

নিজস্ব নিবেদক
আপলোড সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
যাদের ঘরে গেলো দাদাসাহেব ফালকে’র পুরস্কার

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪’ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ভারতের অন্যতম এ সম্মানজনক এ পুরস্কার সবচেয়ে বেশি গিয়েছে ‘জওয়ান’ এবং ‘অ্যানিমেল’ এর ঘরে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বেশ কয়েক বছর পর সেরা অভিনেতা হিসেবে কোনো পুরস্কার জিতলেন শাহরুখ। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে দক্ষিণের সুপারষ্টার নয়নতারার হাতে।

এদিকে ‘শ্যাম বাহাদুর’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল।

অপরদিকে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রানী।

২০২৩ সালের সবচেয়ে আলোচিত ফিল্ম ‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল।

অ্যানিমেলের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

সেরা সংগীত পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

২০২৪ সালের দাদাসাহেব ফালকে’তে বছরের সেরা টেলিভিশন সিরিজ হয়েছে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে।’ একই সিরিজের জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা হয়েছেন নীল ভট্ট। ‘অনুপমা’র জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন রূপালী গঙ্গোপাধ্যায়।

ওয়েব সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কারিশমা তান্না (স্কুপ)। এছাড়াও চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় মৌসুমী চ্যাটার্জিকে।
এছাড়া জওয়ান পরিচালক অ্যাটলি, শহিদ কাপুর এবং পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকেও গত বছর তাদের কাজের জন্য সম্মানিত হন মঞ্চে।

গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খান, রানী মুখার্জি, কারিনা কাপুর, বিক্রান্ত ম্যাসি, নয়নতারা, শহীদ কাপুর, আদিত্য রায় কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা সহ নামিদামি সব তারকাগন হাজির ছিলেন।

অনুষ্ঠানের জন্য, শাহরুখ খান একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন– শার্ট, ব্লেজার, প্যান্ট এবং জুতো। রানি কেও একটি কালো শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা যায়। রেড কার্পেটে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন এবং পাপারাজ্জিদের জন্য পোজও দিয়েছেন।

কারিনা কাপুর বেছে নিয়েছিলেন ভি-নেক বেইজ আউটফিট এবং ওড়না। নয়নতারার পরনে ছিল মাস্টার্ড রঙের শাড়ি। ববি দেওলকে দেখা গেল নীল-সাদা পোশাকে। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহিদ কাপুরও।


এই বিভাগের আরও খবর