শিরোনাম
টানা কয়েক দিনের বর্ষণে জলাবদ্ধতায় রূপগঞ্জে দুই লাখ মানুষের দুর্ভোগ প্রতারক মান্নান ও ওরফে ডিসির সিও মানিকের খপ্পরে পড়ে অসহায় সেলিনা পারভীন আজ সর্বহারা! নওগাঁয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনয় সভাপতি ও তসলিম সাধারণ সম্পাদক নির্বাচিত মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে একটি হারানো বিজ্ঞপ্তি নিউজ ২১ বাংলা টিভি’র পরিচালকের দ্বায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ মেসবাহ উদ্দিন যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার দুই ১৯৮৮ সালের পর এমন পরিস্থিতি কখনও দেখেননি শেরপুরবাসী কোটালীপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সাংবাদিকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছে- বদলগাছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক রাষ্ট্র সংস্কারের পাশাপাশি কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রস্তাব জামায়াতের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে! পুলিশকে অপরাধের তথ্য দিন দ্রুত ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়া পুলিশ সুপার কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

সিরাজদিখানে ১২ হাটের প্রস্তুতি শেষ, ক্রেতার অপেক্ষায় পশুর হাট

আরিফুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আপলোড সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা দিয়েছে প্রশাসন। এতে পশু বিক্রির জন্য অস্থায়ী হাট গুলোর ইজারাদাররা প্রস্তুতি শেষ করেছেন। এখন ক্রেতা-বিক্রেতার জন্য অপেক্ষায় রয়েছেন ইজারাদাররা।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী গরু ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ গরু বাঁধার জন্য বাঁশ লাগানো হয়েছে। আবার ত্রিপলও দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে কোনো পশু না ভিজে। কয়েকজন ব্যবসায়ী এরই মধ্যে হাটে ১০-১২ টি পশু নিয়ে এসেছেন। এছাড়া হাটে কিছু গরু থাকলেও ক্রেতা নেই এবং লোক সমাগম দেখা যায়নি। মাঠে যুবক ও কিশররা খেলা ধুলা করছে। একেবারেই ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। তবে এ উপজেলার ১২টি অস্থায়ী হাট বৃহস্পতিবার থেকে একটানা ঈদের দিন পর্যন্ত চলবে। জানা যায়, আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। ইছাপুরা অস্থায়ী গরু ছাগলের হাট,কুচিয়ামোড়া অস্থায়ী গরু ছাগলের হাট,নয়াগাঁও মাদবরের অস্থায়ী গরু ছাগলের হাট,মালখানগর অস্থায়ী গরু ছাগলের হাট,হাজী বাজার অস্থায়ী গরু ছাগলের হাট,বানু মার্কেট অস্থায়ী গরু ছাগলের হাট,মাস্টার আ.রহমান একাডেমী অস্থায়ী গরু ছাগলের হাট,খালপাড় অস্থায়ী গরু ছাগলের হাট,ইমমগঞ্জ অস্থায়ী গরু ছাগলের হাট,নাজিরা বাজার অস্থায়ী গরু ছাগলের হাট, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী গরু ছাগলের হাট,রশুনিয়য়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী কোরবানি পশুর হাট। রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী কোরবানির পশুর হাট দেখতে আসা আল মাহমুদ বলেন, হাটে গরু উঠছে কিনা দেখতে এসেছি,তবে হাটে এসে দেখি ৫-৭টি গরু উঠেছে। আমি শুক্র-শনিবার গরু কিনব। এখন শুধু দেখতে এসেছি। বিক্রেতা মো.ইকবাল বলেন, হাটে এখন গরু-ছাগল কম। বেচাকেনা নেই। ২টি গরু এনে খরচ করেই যাচ্ছি। বিক্রি করতে পারিনি। গরু এনে রাখলেই খরচ। কবে থেকে জমতে পারে গরুর হাট- জানতে চাইলে তিনি বলেন, আগামী শুক্র-শনিবার থেকে জমবে হাট। ইছাপুরা হাটের দায়িত্বে থাকা বাবু চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের হাটে বেচাবিক্রি শুরু হবে। তাই এখন গরু কম হাটে। তবে কাল থেকে পশু দিয়ে মাঠ কানায় কানায় ভরে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ইতিমধ্যে আমাদেরই ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ইজারাদাররা তাদের হাটগুলো প্রস্তুত করছেন। বৃহস্পতিবার থেকেই হাটগুলোতে বেচাবিক্রির শুরু হয়ে যাবে। আমরা সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। এছাড়া ইজারাদারকে ও নিজস্বভাবে নিরাপত্তাকর্মী রাখার পরামর্শ দিয়েছি। এছাড়া পোশাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা থাকবে। যাতে করে কোন ধরনের অপক অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।


এই বিভাগের আরও খবর