শিরোনাম
শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কাদেরের আন্দোলনকারীদের দেশে থাকার অধিকার নেই: জাফর ইকবাল স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশন আগামীকাল সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শাবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ২৭ শতাংশ, আগস্ট থেকে কার্যকর রাবি প্রশাসনকে সময় বেধে দিলেন আন্দোলনকারীরা রংপুর পার্ক মোড়ের নাম ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু নওগাঁয় কোঠা সংস্কার মিছিল ছাত্রলীগের বাঁধায় পন্ড, উভয় পক্ষের বাহাস জামালপুরে ট্রেন ও সড়ক অবরোধ কফিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ শিক্ষার্থীদের কোটা সংস্কার : সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে পবিত্র আশুরার শোক মিছিল বিশ্ব গণমাধ্যমে কোটা আন্দোলনে নিহতের খবর পাসপোর্টের রোকনের ঘরে আলাদিনের চেরাগ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে লাগামহীন ঘুষ বাণিজ্য : রোহিঙ্গা পাসপোর্টও হয়
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সিরাজদিখানে ১২ হাটের প্রস্তুতি শেষ, ক্রেতার অপেক্ষায় পশুর হাট

আরিফুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আপলোড সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা দিয়েছে প্রশাসন। এতে পশু বিক্রির জন্য অস্থায়ী হাট গুলোর ইজারাদাররা প্রস্তুতি শেষ করেছেন। এখন ক্রেতা-বিক্রেতার জন্য অপেক্ষায় রয়েছেন ইজারাদাররা।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী গরু ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ গরু বাঁধার জন্য বাঁশ লাগানো হয়েছে। আবার ত্রিপলও দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে কোনো পশু না ভিজে। কয়েকজন ব্যবসায়ী এরই মধ্যে হাটে ১০-১২ টি পশু নিয়ে এসেছেন। এছাড়া হাটে কিছু গরু থাকলেও ক্রেতা নেই এবং লোক সমাগম দেখা যায়নি। মাঠে যুবক ও কিশররা খেলা ধুলা করছে। একেবারেই ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। তবে এ উপজেলার ১২টি অস্থায়ী হাট বৃহস্পতিবার থেকে একটানা ঈদের দিন পর্যন্ত চলবে। জানা যায়, আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। ইছাপুরা অস্থায়ী গরু ছাগলের হাট,কুচিয়ামোড়া অস্থায়ী গরু ছাগলের হাট,নয়াগাঁও মাদবরের অস্থায়ী গরু ছাগলের হাট,মালখানগর অস্থায়ী গরু ছাগলের হাট,হাজী বাজার অস্থায়ী গরু ছাগলের হাট,বানু মার্কেট অস্থায়ী গরু ছাগলের হাট,মাস্টার আ.রহমান একাডেমী অস্থায়ী গরু ছাগলের হাট,খালপাড় অস্থায়ী গরু ছাগলের হাট,ইমমগঞ্জ অস্থায়ী গরু ছাগলের হাট,নাজিরা বাজার অস্থায়ী গরু ছাগলের হাট, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী গরু ছাগলের হাট,রশুনিয়য়া উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী কোরবানি পশুর হাট। রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ অস্থায়ী কোরবানির পশুর হাট দেখতে আসা আল মাহমুদ বলেন, হাটে গরু উঠছে কিনা দেখতে এসেছি,তবে হাটে এসে দেখি ৫-৭টি গরু উঠেছে। আমি শুক্র-শনিবার গরু কিনব। এখন শুধু দেখতে এসেছি। বিক্রেতা মো.ইকবাল বলেন, হাটে এখন গরু-ছাগল কম। বেচাকেনা নেই। ২টি গরু এনে খরচ করেই যাচ্ছি। বিক্রি করতে পারিনি। গরু এনে রাখলেই খরচ। কবে থেকে জমতে পারে গরুর হাট- জানতে চাইলে তিনি বলেন, আগামী শুক্র-শনিবার থেকে জমবে হাট। ইছাপুরা হাটের দায়িত্বে থাকা বাবু চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে আমাদের হাটে বেচাবিক্রি শুরু হবে। তাই এখন গরু কম হাটে। তবে কাল থেকে পশু দিয়ে মাঠ কানায় কানায় ভরে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ইতিমধ্যে আমাদেরই ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ইজারাদাররা তাদের হাটগুলো প্রস্তুত করছেন। বৃহস্পতিবার থেকেই হাটগুলোতে বেচাবিক্রির শুরু হয়ে যাবে। আমরা সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি। এছাড়া ইজারাদারকে ও নিজস্বভাবে নিরাপত্তাকর্মী রাখার পরামর্শ দিয়েছি। এছাড়া পোশাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা থাকবে। যাতে করে কোন ধরনের অপক অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।


এই বিভাগের আরও খবর