পটুয়াখালীর দশমিনা থানার ট্রাক চালক আল আমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী শাহিন র্যাব-৮ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ হতে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী শাহিন পটুয়াখালী দশমিনা খলিশাখালী গ্রামের সিদ্দিক হাওলাদারের পুত্র। নিহত আল আমিন পেশায় একজন ট্রাক চালক। গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় তার মামাকে (ট্রাকের মালিক) মোবাইলে জানায় যে তিনি তার চালিত ট্রাকে লোহার রড বোঝাই করে চট্টগ্রাম থেকে বরিশাল আসতেছে। সর্বশেষ ১৮ এপ্রিল ১১টায় নিহত আল আলামিন তার মামাকে মোবাইলে জানায় যে তিনি ট্রাক নিয়ে পটুয়াখালি জেলার বাউফল থানাধীন কালিশুরি পয়েন্টে চলে এসেছে। এরপর থেকে ভিকটিমের সাথে তার স্বজনদের কারোও কোন যোগাযোগ হয়নি। গত ২০ এপ্রিল সকালে পটুয়াখালী দশমিনা পাতারচর গ্রামের তেতুলীয়া নদীতে নিহতের বিকৃত মৃত দেহ উদ্ধার করা হয়। নিহতের মামা সবুজ বাদী হয়ে পটুয়াখালী দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমতাবস্থায়, সদর কোম্পানী, র্যাব-৮ বরিশাল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে র্যাব-১১, সদর কোম্পানীর সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী দশমিনা থানায় হস্তান্তর করা হয়।