সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহস্যজনক লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটনসহ, ৬ জনকে আটক করেছেন র্যাব-১২ এর একটি অভিযানিক দল ৷
শুক্রবার সকালে এক পিস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব-১২’র অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন তিনি বলেন। বৃহস্পতিবার রাত্রি ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্তর এলাকায় অভিযান পরিচালনা করে গত ৩ জুন অজ্ঞাত লিচু ব্যবসায়ী হত্যা মামলার ৬ জন আসামী কে আটক করেন৷
ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ফলশ্রুতিতে হত্যাকারীদের আটক করতে র্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে৷ পরে আসামিদের আটক করতে সক্ষম হয়।আটকৃত আসামিদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন